সচিবালয়ে ফিলিস্তিন রাষ্ট্রদূত
১২ এপ্রিল ফিলিস্তিনি জনগণের প্রতি একাত্মতা প্রবেশ করে ঢাকায় অনুষ্ঠিত ‘মার্চ ফর গাজা’ শীর্ষক সমাবেশ ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থন ও সংহতির বহিঃপ্রকাশ।
মার্চ ফর গাজা কর্মসূচি শুরু হওয়ার আগেই পুরো ময়দান লোকেলোকারণ্য হয়ে ওঠে। এসময় আশপাশের সড়কেও তিল ধারণের ঠাই ছিল না। এ কর্মসূচিকে ফেনীর মানুষ সর্বকালের সর্ববৃহৎ গণজমায়েত বলে আখ্যা দিয়েছে।
মার্চ ফর গাজা
বাংলাদেশের ‘মার্চ ফর গাজা’ র্যালি আন্তর্জাতিক বিশ্বকে একটি বড় বার্তা দিয়েছে বলে মনে করেন বিশিষ্টজনরা। বাংলাদেশের ঐক্যবদ্ধ আওয়াজ বিশ্ববিবেককে নাড়া দেবে বলে তারা বিশ্বাস করেন। তারা বলেছেন, এই মহাসমাবেশ বুঝিয়ে দিয়েছে বাংলাদেশিরা ফিলিস্তিনিদের পাশে রয়েছে।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’কর্মসূচিতে আসা লাখো লাখো মানুষের ‘নারায়ে তাকবীর’ ধ্বনীতে মুখরিত ছিলো ঢাকার আকাশ-বাতাস। এছাড়াও লোকে লোকারণ্যে থাকা উদ্যানের চারপাশেই ছিলো ফিলিস্তিনের সমর্থনে বিভিন্ন স্লোগান।